সাপ্তাহিল মাহফিলের তারিখ জানানো হবে
আমার ছবি
'আমার ছবি' গ্রন্থটি একটি চিরন্তন গ্রন্থ বলে আমি অভিহিতকরেছি। এই গ্রন্থটি ততদিন পর্যন্ত জারি থাকবে, যতদিন ধরিত্রীতে মানবের অস্তিত্ব টিকে থাকবে। কেননা এই গ্রন্থে মানব অস্তিত্বের অন্যতম যে চেহারা বা ছবি, সেই চেহারা বা ছবিরই মাহাত্ম্য তুলে ধরা হয়েছে। আমার এই গ্রন্থে আমি যতটুকু দর্শন করেছি ততটুকুই তুলে ধরেছি। ‘আমার ছবি' গ্রন্থটি মানব অস্তিত্বের পরিচয় সম্বলিত মৌলিক গ্রন্থ- যা সুফি কাব্যগ্রন্থ বলে অভিহিত করেছি। আমার এই গ্রন্থটি কালের পর কাল আত্মপরিচয়ের নিদর্শন রূপে স্থিত থাকবে বলে আশা করি । ‘আমার ছবি’ আত্মিক পরিচয় সম্বলিত একটি গ্রন্থ। এই গ্রন্থে একটি ছবি বা চেহারা মূলত সসীম আর আত্মিক চেহারা অসীম। এই সসীম চেহারায় যে অসীম লুকিয়ে আছে, সেই বিষয়টিই তুলে ধরেছি আমি । ‘আমার ছবি' গ্রন্থটি তারাই আঁকড়ে ধরবে, যারা আত্মপরিচয় পিপাসু। যারা জ্ঞানে সুগভীর, তারা তাদের তৃপ্তি নিবারণ করতে পারবে। যারা অবগাহন করতে চায় তারাই নিমজ্জিত হতে পারবে। এমনি মহিমান্বিত বিষয় তুলে ধরেছি। ‘আমার ছবি' গ্রন্থটি প্রত্যেকটি মানবের ছবি। যারা আপন চেহারা বা ছবির মাহাত্ম্য সম্পর্কে জ্ঞাত নয়, তারা এই গ্রন্থটি অধ্যায়ন করে জ্ঞাত হবে বলে আশা করি। আমার এই গ্রন্থটি আত্মপরিচয়ের শ্রেষ্ঠ প্রকাশক। এই গ্রন্থটি আত্মপরিচয়ের আলো ছড়াবে যুগ যুগ ধরে এই প্রত্যাশায় আমি অনন্ত মৈত্রী ।
ব্লগ
অনন্ত মৈত্রী
4/28/20251 min read