সাপ্তাহিল মাহফিলের তারিখ জানানো হবে

সুফি দার্শনিক অনন্ত মৈত্রী কে নিয়ে আপনার সবচেয়ে বেশি করা প্রশ্নের উত্তর।

অনন্ত মৈত্রী কে?

খাজা সোহরাব হোসেন খান চিশতী (অনন্ত মৈত্রী) খাজা বাবার “সত্তা” আধ্যাত্মিক প্রেম-প্রেমিক শিষ্য। সুফি দার্শনিক অনন্ত মৈত্রী সম্পর্কে আরো জানতে আপনি অনন্ত মৈত্রী'র আত্নপরিচয় কিতাব টি পড়তে পারেন। কিতাব টি পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

অনন্ত মৈত্রীর এই সুফিবাদ প্রবেশ কিভাবে?

সুফি দার্শনিক অনন্ত মৈত্রী কে নিয়ে এই প্রশ্নের উত্তর টা অনার বই থেকে দেওয়ার চেষ্টা করব যেমন তিনি অনার অনন্ত মৈত্রীর আত্নপরিচয়ে এইভাবে বলেছেন..........

যখন আমি অপ্রাপ্ত বয়স্ক ছিলাম প্রায় রাতেই ঘুমের ঘরে অদ্ভুত কিছু স্বপ্ন দেখতাম! যা আমি ভাবিনি কখনও! অন্যান্য ছেলেদের মত বেড়ে উঠা আমার! খেলাধুলা, গল্প-আড্ডায় চলতো তখন জীবন আমার! স্বপ্নে দর্শন দিত, কিন্তু তাদরে সবাইকে আমি চিনতাম না! তবে তারা জগৎ বিখ্যাত বুজুর্গ, যাদের পবিত্র নামের গুণকীর্তন সমাজে শুনতে পাই! এমনকি সব মুসলমানদেরই একান্ত আকাঙ্ক্ষা এইসব মহাত্মাগণের দর্শন লাভ করা! আমার হিসেব মিলতো না এই জন্য যে-তাদের দর্শন পেতে হলে তাদের মত পথে চলতে হয়, তাদের আরাধনা করতে হয়! আমার তো তখন কোনো এমন জ্ঞানই ছিল না! তাই সহজে মেনে নিতে পারতাম না; আর মনে শুধু সংশয় কাজ করতো! মনে হাজারো ভাবনা কাজ করতো আমি তো এত যোগ্য না তাদের দর্শন পাবার, আমি কেন তাদের দর্শন পাচ্ছি? এমন প্রশ্ন মনে উদয় হতো আর চিন্তা ভাবনা গভীর থেকে গভীরে যেতে থাকলো! এই ভাবেই আমার আত্মপরিচয়ের প্রথম ধাপগুলো অতিক্রম হতে লাগলো! তখন মুর্শিদ সম্পর্কে জ্ঞান ছিল একেবারেই শূন্য তথা সম্পূর্ণ অজ্ঞ! আর স্বপ্নের মাধ্যমেই পথ চলা শুরু আমার!

অনন্ত মৈত্রী মোট কতখানা কিতাব লিখেছেন?

সুফি দার্শনিক অনন্ত মৈত্রী'র প্রকাশিত কিতাবের সংখ্যা মোট ১২ টি তবে অনার অপ্রকাশিত কিতাবের সংখ্যা অনেক। সামনে অনেক গুলো কিতাব প্রকাশিত হবে তাই চোখ রাখুন আমাদের দরবারের ফেসবুক পেইজে এবং ওয়েবসাইটে ।

অনন্ত মৈত্রীর সাথে দেখা করার মাধ্যম কি?

অনার সাথে দেখা করতে দরবারে যেতে পারেন তবে সবচেয়ে ভাল হবে যদি সাপ্তাহিক মাহফিল বা বাৎসরিক মাহফিল যান এতে করে অনাকে নিয়ে আরো জানতে পারবেন।

অনন্ত মৈত্রী'র কিতাব কিভাবে পেতে পারি?

অনন্ত মৈত্রী কিতাবগুলো হাতে পাওয়ার জন্য আপনি রোদেলা প্রকাশনীতে, রকমারি ডক কম অথবা আমাদের ওয়েবসাইট সাইটে দেওয়া ইমেইল বা আমাদের দরবারের ফেইসবুক পেইজ এ ম্যাসেজ দিতে পারেন।

খুব শিগগিরই আমাদের ওয়েবসাইট থেকে বই গুলা কিনতে পারবেন ।

অনন্ত মৈত্রী কাছে কি অন্য ধর্মের লোক যেতে পারবে?

মহান মুর্শিদ সুফি দার্শনিক অনন্ত মৈত্রী কে কোন বিধি বিধান দিয়ে পাওয়া সম্ভব নয় প্রেম ব্যতীত এবং তিনি কোন জাতি বা গোষ্ঠীর জন্য নয় বরং সমগ্র মানব জাতীর জন্য যেমন তিনি অনার কিতাব আত্মদর্শনে আমার সত্তা ১ বলেছেন.........

মনুষ্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ,

নিয়মনীতি দিয়ে হয় না কো ধর্ম

ধর্ম হতে হয় কো প্রেম দিয়ে!!

আমার কোনো নেই-

কোনো ধর্ম-

মনুষ্যদের প্রতি প্রেমই হচ্ছে কো

আমার ধর্ম!

তাই তো বলি আমি

প্রেমই আমার ধর্ম

প্রেমই আমার আরাধ্য,

প্রেমেতেই আমার জন্য।