সাপ্তাহিল মাহফিলের তারিখ জানানো হবে

অনন্ত মৈত্রী'র বাণী

স্রষ্ঠা মূলত একটা পরিচয় বা জ্ঞানের ভাণ্ডারের নাম!

২ মানুষকে মূল্যায়ন করতে শিখ, দেখবে খোঁদাও তোমাকে মূল্যায়ন করবে!

৩ যাহাকেই বসিয়েছি বিশ্বাসের ঘরে করিয়াছে চুরি কমবেশি তাই, তাইতো থাকবে তোমরা সাবধানেতে তাই!

৪ তুমি যেও না কো কভু তাকে মূল্যায়ন করিতে, কর যদি বেশি মূল্যায়ন পাবে তুমি অবহেলা তাই, ভাবিবে সে হয়তো তুমি দুর্বল তাই!

৫ বিশ্বাস যদি করো কভু করো না কো অন্ধভাবে, করো যদি অন্ধভাবে হারাবে তুমি হারাবে সবই হারাবে!

৬ মোহের পর্দা হল যখন ছিন্ন বুঝিতে পেরেছি কো তখন পৃথিবীর যাবতীয় বন্ধন সে তো কেবলই মিথ্যা কেবল মুর্শিদের সম্পর্ক ব্যতীত!

৭ আবেগ দিয়ে নয় কো কভু বিবেক দিয়ে- চলিবে তুমি পথ আবেগ দিয়ে চল যদি, হারাবে তুমি হারাবে সত্য পথ হারাবে!

রাখো তুমি জেনে রেখো, সকল মনুষ্যের মাঝেই রয়েছে গুরু সুপ্ত হয়ে তাই!