সাপ্তাহিল মাহফিলের তারিখ জানানো হবে

মুর্শিদ তুমি

‘মুর্শিদ তুমি' গ্রন্থটি সমাপ্ত করতে পেরেছি, সেই জন্যে আল্লাহ পাকের দরবারে শোকর আদায় করছি, আর দরুদ ও সালাম পেশ করছি সেই নবি মোস্তফা (সা.)-এর পাক রওজাতে, যিনি আমাকে মনোনীত করেছেন। যিনি আমার পরম মুর্শিদ হযরত খাজা মুঈনুদ্দীন চিশতী (রা.)-এর পাক কদমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার কৃপা ছাড়া এই গ্রন্থটি লেখা সম্ভব হতো না । ‘মুর্শিদ তুমি' গ্রন্থটি মৌলিক সুফিবাদের অনন্য এক গ্রন্থ। আমি এই গ্রন্থে একজন মুর্শিদের স্বরূপ তুলে ধরেছি। তুলে ধরেছি একজন মুরীদের প্রাপ্তি । মুর্শিদ তার কৃপার দ্বারা একজন সাধারণ মানুষকে কোথায় নিয়ে যেতে পারেন সেই বিষয়টি ফুটিয়ে তুলেছি। আর একজন মুরীদও কীভাবে মুর্শিদের সঙ্গে একাত্ম হয়ে থাকতে হবে, তাও তুলে ধরেছি। ‘মুর্শিদ তুমি' গ্রন্থটিতে আমি ফুটিয়ে তুলেছি মানব অস্তিত্বের আদি অনন্ত, মুর্শিদ তার মুরীদকে কী শিক্ষা দেয়, আর কী শিক্ষা দেয়া উচিত এই বিষয়গুলোই তুলে ধরেছি। আর একজন মুরীদ হিসেবে তার নিজ অস্তিত্বের পরিচয় সম্পর্কে জানা আবশ্যক, আমি সেই বিষয়গুলোও তুলে ধরেছি। ‘মুর্শিদ তুমি' গ্রন্থটিতে আমার মুর্শিদ হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রা.)-কে উদ্দেশ্য করে লিখেছি। আমি বিশ্বাস করি আমার মুর্শিদ সূর্য সম। যার কোনো তুলনা হয় না। আমি এটাও বিশ্বাস করি আমার মুর্শিদই আত্মা রূপে প্রতিটি মানবের মাঝে লুকিয়ে আছে। আর তাকে প্রকাশ করাই মূল সাধনা । ‘মুর্শিদ তুমি' গ্রন্থটিতে আমি প্রকাশ করেছি আমার মুর্শিদ কীভাবে পরমাত্মা রূপে বিরাজ করে, আমি আরো প্রকাশ করেছি একজন মুরীদ কীভাবে পরমাত্মাতে স্থিতি লাভ করে। আমি বিশ্বাস করি একজন মুরিদের এই পর্যায়ে আসাই তার একমাত্র কামনা । ‘মুর্শিদ তুমি' গ্রন্থটিতে সমাজের মিথ্যে ধারণাগুলোকে দূর করবে মানুষকে সুফিবাদের দিকে আকৃষ্ট করবে। মানুষকে তার পূর্ব পরিচয় সম্পর্কে ধারণা দিবে। মানুষ তার আদি অন্তের পরিচয় জানতে পারবে বলে আমি বিশ্বাস করি ।

সুফি দার্শনিক অনন্ত মৈত্রী